Sylhet 7:15 pm, Monday, 23 December 2024

দিরাইয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত 

সুনামগঞ্জের দিরাইয়ে এক দিনমজুর পিতার ১২বছরের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কন্যাকে ধর্ষণ করেছে পাষণ্ড কালা মিয়া (৫০)। সে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামের মৃত এরশাদ মিয়ার পুত্র। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জারলিয়া ও সরঙ্গল গ্রামের মধ্যবর্তী হাওরে এ ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় ধর্ষিতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক গুরুতর আহত দেখে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। ধর্ষিতার পরিবার সুত্রে জানা যায়, ধর্ষিতার বাবা গ্রামের এক গৃহস্থের ঘরে চাকরী করেন। তার মা বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষিতা কিশোরীকে নিয়ে বাড়ির পাশের হাওর থেকে ধানের খড় সংগ্রহ করছিলেন। সন্ধ্যার দিকে সংগ্রহীত খড় নিয়ে তিনি বাড়ী আসেন, এসময় অবশিষ্ট খড়ের পাশে ধর্ষিতাকে রেখে, পাশের জমিতে কাজে থাকা পার্শ্ববর্তী গ্রামের কালা মিয়াকে বলে আসেন মেয়েটিকে দেখে রাখার জন্য। ফিরে এসে দেখেন মেয়েটি রক্তাক্ত অবস্থায় সেখানে পরে আছে। ধর্ষক কালা মিয়া পালিয়ে গেছে। সেখান থেকে তাকে নিয়ে হাসপাতালে আসেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রশান্ত তালুকদার জানান, প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, তাই তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় অপরাধীকে গ্রেফতারের করেছে দিরাই থানা পুলিশ ।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

ছাতকে রেলওয়ের কংক্রিট স্লিপার প্লান্টে চলছে দুর্নীতির মহোৎসব

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

দিরাইয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত 

প্রকাশের সময় : 06:24:13 pm, Thursday, 18 April 2024

সুনামগঞ্জের দিরাইয়ে এক দিনমজুর পিতার ১২বছরের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কন্যাকে ধর্ষণ করেছে পাষণ্ড কালা মিয়া (৫০)। সে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামের মৃত এরশাদ মিয়ার পুত্র। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জারলিয়া ও সরঙ্গল গ্রামের মধ্যবর্তী হাওরে এ ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় ধর্ষিতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক গুরুতর আহত দেখে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। ধর্ষিতার পরিবার সুত্রে জানা যায়, ধর্ষিতার বাবা গ্রামের এক গৃহস্থের ঘরে চাকরী করেন। তার মা বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষিতা কিশোরীকে নিয়ে বাড়ির পাশের হাওর থেকে ধানের খড় সংগ্রহ করছিলেন। সন্ধ্যার দিকে সংগ্রহীত খড় নিয়ে তিনি বাড়ী আসেন, এসময় অবশিষ্ট খড়ের পাশে ধর্ষিতাকে রেখে, পাশের জমিতে কাজে থাকা পার্শ্ববর্তী গ্রামের কালা মিয়াকে বলে আসেন মেয়েটিকে দেখে রাখার জন্য। ফিরে এসে দেখেন মেয়েটি রক্তাক্ত অবস্থায় সেখানে পরে আছে। ধর্ষক কালা মিয়া পালিয়ে গেছে। সেখান থেকে তাকে নিয়ে হাসপাতালে আসেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রশান্ত তালুকদার জানান, প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, তাই তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় অপরাধীকে গ্রেফতারের করেছে দিরাই থানা পুলিশ ।