সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক শেখ আবু সাইদ তালুকদার ও শেখ ফাহিম তালুকদার এর তত্ত্বাবধানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টংগর গ্রামের অসহায় হতদরিদ্র প্রায় একশো পরিবারের মধ্যে পিঁয়াজ, আলু, ডাল, তেল, গুর, ময়দা, লবণ, লাচ্ছি দেওয়া হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ বিষয়ে জানতে চাইলে তরুণ সমাজসেবক শেখ ফাহিম তালুকদার বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নিজের অর্জিত ধনসম্পদ মানুষের কল্যাণে ব্যয় করা কতবড় সৎকর্ম তা আল্লাহর কালাম এবং রাসুলের সুন্নাহ থেকে অত্যন্ত পরিষ্কার। তাইতো মহান রাব্বুল আলামিন তাঁর পবিত্র কালামের সুরা আল বালাদে মানুষের কল্যাণে অর্থ সম্পদ ব্যয়কে ধর্মের দুর্গম পথ হিসেবে ঘোষণা দিয়েছেন।
মহান রবের অশেষ কৃপায় দুই হাজার পনেরো সালে আমার মামা লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তি জনাব শেখ শাহাজাহান তালুকদার ও শেখ শাহান তালুকদার আমার নানা শেখ সমুজ মিয়া তালুকদার ও আমার নানি শেখ মমতাজ বেগম তালুকদার এর নামে এই ট্রাস্ট করেন। এই ট্রাস্ট এর মাধ্যমে আমার দুই মামা আমাদের মাধ্যমে বিভিন্ন সময়ে অসহায় দরিদ্র মানুষেকে সাহায্য সহযোগিতা করে আসছেন। দেশ বিদেশ সকলের কাছে আমার নানা ও নানির রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চাই।