সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার পল্লীতে সড়ক র্দূঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম কৃপেশ বাবু(৭০)। তিনি জেলার মধ্যনগর উপজেলার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আজ শনিবার দুপুরে নিহত কৃপেশ বাবু দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কলানী এলাকায় সড়ক র্দূঘটনায় পতিত হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে এনে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে তিনি দিরাই কোথায় যাচ্ছিলেন সেটা কেউই নিদিষ্ট করে বলতে পারেনি। এখন লাশটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুর রাজ্জাক সড়ক র্দূঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলে এই লোকটি মাসনিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ##
সুনামগঞ্জ প্রতিনিধি
১৬.১১.২০২৪