Sylhet 4:43 am, Wednesday, 25 December 2024

দেওয়ানগঞ্জে ফাইনালঘোড়ার দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রর্তীকের প্রার্থী নির্বাচিত হওয়ায় এবং উঠতি বয়সী যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে ফাইনাল ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকালে জিল বাংলা সুগারমিলস্ বাজার ব্যাবসায়ী বর্নিক সমিতির উদ্যোগে সুগারমিলস ফার্ম মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতার অনুষ্টিত হয়।
জানা গেছে, প্রতিযোগীতায় জামালপুর,শেরপুর গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে ৫০টি ঘোড়া কয়েকটি গ্রুপ দাপট দৌড় ও কদম দৌড়ে সওয়াররা অংশ নেয়।
৩ রাউন্ডের দাপট দৌড়ে জামালপুরের লিমন মিয়া, দপর পাড়ার নাজু মিয়া,বাহাদুরাবাদের নজরুল ইসলাম, ময়মনসিংহের টাইগার, সুগামিলসের নজরুল ইসলাম, মেলান্দহ আলতাফুর রহমান, গাইবান্ধা জেলার নুরে আলম,মাদারগঞ্জের নজরুল ইসলাম, গোলাম রব্বানী বিজয়ী হন।
পাচঁ রাউন্ডের কদম দৌড়ে মাদরগঞ্জের নজরুল ইসলাম,ঘারির পাড়ার খোরশেদ আলম, টাবুর চরের আজিজুল হক, নাপিতের চরের নাছির উদ্দিন, সিরাজাবাদের সিহাব,গোয়ালের চরের আলকাছ, কাবুরচরের আকবর আলী, রৌমারির আলম ব্যাপারী, খেয়ার চরের নুরুল মিয়া, বাছেদ পুরের হাজি সুরুজ্জামান, রৌমারির হামেদ আলী,দপর পাড়ার নাজু মিয়া, গোয়ালের চরের আলকাছ,মাদার গঞ্জের গোলামরব্বানী, টাবুর চরের আজিজুল হক, বিজয়ী হন।
ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন নর্ব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ। জিল বাংলা সুগার মিলস ওয়ার্কাস ইউনিয়নের সাবেক সভা পতি দলিলুল রহমানের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চালনায় ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচালনা করেন জিল বাংলা সুগার মিলস ওয়ার্কাস ইউনিয়নের সাধারন সম্পাদক রায়হানুন হক ( রায়হান) চুকাই বাড়ী ইউপিচেয়ারম্যান সেলিম খাঁন।
এ সময় অনুষ্টনে উপস্হিত ছিলেন জিল বাংলা সুগার মিলের ব্যবস্হাপনা পরিচালক রাব্বিক হাসান, মহাব্যবস্হাপকও প্রশাসন আলফারকঅমর শরীফ,জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামীলীগের সভা পতি হারুন অর রশিদ হারুন, বাজারব্যাবসায়ী সভাপতি মন্জুরুল হক সাধারন সম্পাদক রাসেল আহাম্মেদ রানা, সেচ্ছাসেনকলীগের সাধারন সম্পাদক আক্কাছ আলী, সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ মামুন প্রমুখ। অনুষ্টান শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি আবুল কালাম আজাদ।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

সেচ্ছাসেবক দল নেতার খোঁজ-খবর নিয়ে প্রশংসা ভাসছেন জনাব তারেক রহমান

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

দেওয়ানগঞ্জে ফাইনালঘোড়ার দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠিত

প্রকাশের সময় : 05:48:52 pm, Saturday, 22 June 2024

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রর্তীকের প্রার্থী নির্বাচিত হওয়ায় এবং উঠতি বয়সী যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে ফাইনাল ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকালে জিল বাংলা সুগারমিলস্ বাজার ব্যাবসায়ী বর্নিক সমিতির উদ্যোগে সুগারমিলস ফার্ম মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতার অনুষ্টিত হয়।
জানা গেছে, প্রতিযোগীতায় জামালপুর,শেরপুর গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে ৫০টি ঘোড়া কয়েকটি গ্রুপ দাপট দৌড় ও কদম দৌড়ে সওয়াররা অংশ নেয়।
৩ রাউন্ডের দাপট দৌড়ে জামালপুরের লিমন মিয়া, দপর পাড়ার নাজু মিয়া,বাহাদুরাবাদের নজরুল ইসলাম, ময়মনসিংহের টাইগার, সুগামিলসের নজরুল ইসলাম, মেলান্দহ আলতাফুর রহমান, গাইবান্ধা জেলার নুরে আলম,মাদারগঞ্জের নজরুল ইসলাম, গোলাম রব্বানী বিজয়ী হন।
পাচঁ রাউন্ডের কদম দৌড়ে মাদরগঞ্জের নজরুল ইসলাম,ঘারির পাড়ার খোরশেদ আলম, টাবুর চরের আজিজুল হক, নাপিতের চরের নাছির উদ্দিন, সিরাজাবাদের সিহাব,গোয়ালের চরের আলকাছ, কাবুরচরের আকবর আলী, রৌমারির আলম ব্যাপারী, খেয়ার চরের নুরুল মিয়া, বাছেদ পুরের হাজি সুরুজ্জামান, রৌমারির হামেদ আলী,দপর পাড়ার নাজু মিয়া, গোয়ালের চরের আলকাছ,মাদার গঞ্জের গোলামরব্বানী, টাবুর চরের আজিজুল হক, বিজয়ী হন।
ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন নর্ব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ। জিল বাংলা সুগার মিলস ওয়ার্কাস ইউনিয়নের সাবেক সভা পতি দলিলুল রহমানের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চালনায় ঐতিহ্যবাহী এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচালনা করেন জিল বাংলা সুগার মিলস ওয়ার্কাস ইউনিয়নের সাধারন সম্পাদক রায়হানুন হক ( রায়হান) চুকাই বাড়ী ইউপিচেয়ারম্যান সেলিম খাঁন।
এ সময় অনুষ্টনে উপস্হিত ছিলেন জিল বাংলা সুগার মিলের ব্যবস্হাপনা পরিচালক রাব্বিক হাসান, মহাব্যবস্হাপকও প্রশাসন আলফারকঅমর শরীফ,জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামীলীগের সভা পতি হারুন অর রশিদ হারুন, বাজারব্যাবসায়ী সভাপতি মন্জুরুল হক সাধারন সম্পাদক রাসেল আহাম্মেদ রানা, সেচ্ছাসেনকলীগের সাধারন সম্পাদক আক্কাছ আলী, সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ মামুন প্রমুখ। অনুষ্টান শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি আবুল কালাম আজাদ।