দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে উত্তেজনা ও তর্কাতর্কির ঘটনা ঘটেছে। উক্ত সময়ে দীর্ঘ দিনের অসুস্থ থাকা মিয়া হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে ও জানা যায়। প্রাথমিক তদন্তে ও এলাকাবাসীর সাথে কথা বলেও জানা যায় মারামারির সময় মৃত ব্যক্তি দাওয়াত খেয়ে যাওয়ার পথে তার পুত্রদের সাথে মারামারি হচ্ছে জেনে বিচলিত হয়ে পড়েন এবং ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন।পরে বাড়িতে নিয়ে যাওয়ার পর মৃত্যুবরণ করেন। পুলিশ বলছে, মারধরের ঘটনায় বৃদ্ধের মৃত্যু হয়েছে এমন তথ্য উপাথ্য এখনও পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে উপজেলার লামাসানিয়া গ্রামের হেলাল উদ্দিন হেলু মিয়ার পুত্রদের সঙ্গে একই গ্রামের মিয়া হোসেনের পুত্রদের বাকবিতণ্ডা হয় এবং এসময় মিয়া হোসেন অসুস্থবস্থায় বাড়িতে পাঠানো হয় । একপর্যায়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি কথা শুনে হঠাৎ বাড়ীতে থাকা মিয়া হোসেন (৬৫) মৃত্যুর কুলে ঢলে পরেন। উক্ত ঘটনায় হেলু মিয়ার বাড়ি থেকে ১১ টি গরু নিয়ে যায় বলেও জানা যায়। সংবাদ শুনে তাতক্ষনিক ভাবে ঘটনাস্হলে পুলিশ উপস্থিত হয় এবং মিয়া হোসেনের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরন করেন।
ওই ঘটনায় সহকারী পুলিশ সুপার (ছাতক–দোয়ারাবাজার সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (ছাতক–দোয়ারাবাজার সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক বলেন, মারধরের ঘটনায় বৃদ্ধের মৃত্যু হয়েছে এমন তথ্য উপাথ্য এখনও পাওয়া যায়নি। লাশের দেহের মধ্যে কোন ধরনের আঘাত পাওয়া যায়নি তবে ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।