সুনামগঞ্জের দোয়ারাবাজারে নাঈম হত্যাকান্তে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শরীফপুর গ্রামে নিহত নাঈমের বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের মা আমেনা বেগম।
বক্তব্য রাখেন- নিহতের অন্তঃসত্ত্বা স্ত্রী লাভলী আক্তার, নিহতের ভাই ফকির মিয়া, রজব আলী, সুরুজ মিয়া, শাহীন মিয়া, শহিদ, ফারুক মিয়া, জহুর আলী মিয়া ,ফেরা মিয়া, রাজু মিয়া প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা প্রশাসনের কাছে এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই। আমরা নাঈম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
উল্লেখ্য, যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে সালিশী বিচার অমান্য করে গত ১০ এপ্রিল দুপুরে দেশিয় অস্ত্রশস্ত্র সহ অতর্কিত হামলা চালিয়ে নাঈমসহ তার ভাই-ভাতিজাদের গুরুতর আহত করে একই গ্রামের ঘাতক মইন উদ্দিন, আলেক নূর, কাওছার, সাইফুর রহমান, আলী নুর ও আলফাজ গংরা। লোমহর্ষক এ ঘটনায় ঘাতকদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই ফকির মিয়া। এ ঘটনায় গুরুতর আহত নাঈমসহ আহতদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে টানা ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল রাত ২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন নাঈম।