দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধঃ
দোয়ারাবাজারে নিম্নমানের বালু পাথর দিয়ে বন বিভাগের ঘর ঢালাই করে সরকারি বরাদ্ধ নস্যাৎ করার পায়তারা।
রবিবার সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায় দোয়ারাবাজার বন বিভাগের ফরেস্টারের ঘর ঢালাই কাজে নির্মানাধীন কাজের ভাঙা চুড়া কংক্রিট ও নিম্নমানের বালু দিয়ে বন বিভাগের ফরেস্টারের সরকারি ঘরের ঢালাই দেওয়া হচ্ছে।
এব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার বন বিভাগের দায়িত্ব পাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. আইয়ুব খান বলেন,
আমাদের একজন লোক সবসময় থাকার জন্য ঘরটি মেরামত করা প্রয়োজন। তাই
ঘরের ফ্লোর ঢালাইয়ের কাজটি ব্যাক্তি গত টাকায় করা হচ্ছে। সরকারি কোন বরাদ্দ নেই। তাই হালকা ভাবে কাজটি করলেও সমস্যা থাকার কথা নয়।
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নিম্নমানের বালু পাথর দিয়ে বন বিভাগের ঘর ঢালাই
- সংবাদকর্মীর নাম
- প্রকাশের সময় : 10:59:49 am, Sunday, 24 November 2024
- 26
জনপ্রিয় সংবাদ