দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফেসবুকে অশালীন পোস্টের প্রতিবাদ করায় জাবের আকন্দ (২৪) নামের এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বোগলাবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে অশালীন পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বোগলাবাজার ইউনিয়নের আন্দাইরগাঁও গ্রামের মৃত ইউসুফ আলী আকন্দের পুত্র জাবের আকন্দ এবং একই ইউনিয়নের বহরগাঁও গ্রামের আব্দুল হেকিমের পুত্র ইকরামুল হাসান বাপ্পি’র মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে ইকরামুল হাসান বাপ্পি ও তার ভাইয়েরা মিলে জাবের আকন্দ কে বেধড়ক মারপিট করে। ঘটনাস্থলে মাথা ফেটে রক্তাক্ত জখমী হয়ে পড়েন। এসময় তাঁর সুর চিৎকার শুনে পথচারীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।