সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মির্দারপাড়া গ্রামের মৃত-আবুল হাশেমের পুত্র মোঃ মানিক মিয়া (৩৯)কিরণপাড়া গ্রামের মোঃ মনা মিয়ার পুত্র মোঃ রানা মিয়া (২৪) এদের সাথে ভারতীয় (১০০) বোতল মদ সহ দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মির্দারপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দুইজন মাদক ব্যবসায়ী কে ভারতীয় ১০০ বোতল মদ সহ আটক করে আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ০১ (এক) টি মামলা রুজু করা হয়।
অভিযানে ০৭ (সাত) বোতল AC Black 375 ml মদ, ৪৬ (ছেচল্লিশ) বোতল Mc Dowell’s No1 180 ml মদ ও ৪৭ (সাতচল্লিশ) বোতল officers choice 180ml মদ সর্ব মোট ১০০ (একশত) বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ মদসহ এদের নিকট পাওয়া যায়।
অফিসার ইনচার্জ, দোয়ারাবাজার ওসি বদরুল হাসান বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এক টি মামলা রুজু করা হয়। এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।