দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দোয়ারাবাজার ছাত্রলীগের ছাত্র না হয়েও দীর্ঘদিন পদে থাকা যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম কে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সাইফুল ইসলামের ব্যাবসায়ী প্রতিষ্ঠান পাথর ভাঙ্গার মেইল থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত সাইফুল ইসলাম (৩৫) দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সাবেক জেলা পরিষদের সদস্য হাজী মোঃ আব্দুল খালেকের পুত্র।
জানাযায়, গত ১ নভেম্বর দোয়ারাবাজার থানার এস আই মোহাম্মদ আতিয়ার রহমান বাদী হয়ে ১২ জন ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলায় আরও ২৫/৩০ জন অজ্ঞাত নামা আসামী করা হয়। এই মামলায় সাইফুল ইসলাম কে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার দুপুরেই সাইফুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।