সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পঞ্চগ্রাম এলাকার প্রবাসে বসবাসরতদের নিয়ে গঠিত পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের কমিটি গঠন করা হয়েছে। এতে গ্রীস প্রবাসী রাজেল মিয়াকে সভাপতি ও ফ্রান্স প্রবাসী মতিউর রহমানকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠিত হয়।
কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি জনি মিয়া-ফ্রান্স প্রবাসী, আবু রায়হান জিবু-লন্ডন প্রবাসী, আলামিন আহমেদ- ফ্রান্স প্রবাসী। সহ সাধারণ সম্পাদক অলিউর রহমান -ইতালি প্রবাসী, মাহবুব আহমেদ -লন্ডন প্রবাসী, মামুনুর রশিদ -লন্ডন প্রবাসী, খালেদ আহমেদ -ফ্রান্স প্রবাসী।
সাংগঠনিক সম্পাদক রনি মিয়া-আমেরিকা প্রবাসী, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুর হাসান- লন্ডন প্রবাসী ও নাজমুল আহমেদ-ইতালি প্রবাসী। অর্থ সম্পাদক দবির মিয়া- ফ্রান্স প্রবাসী ও সহ অর্থ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ।
প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম নাহিদ-লন্ডন প্রবাসী, সমাজকল্যাণ সম্পাদক রনি হুসাইন লন্ডন প্রবাসী, শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুম মিয়া-আমেরিকা প্রবাসী, ত্রান ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহমেদ শাহিন- গ্রীস প্রবাসী, তথ্য বিষয়ক সম্পাদক আশরাফ নাদিম-স্পেন প্রবাসী, ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সুয়েব আহমেদ -ইতালি প্রবাসী, ধর্ম বিষয়ক সম্পাদক জহির উদ্দীন -লন্ডন প্রবাসী।
উপদেষ্টা হিসেবে রয়েছেন- মুজিবুর রহমান মুজিব (লন্ডন প্রবাসী), রফিকুল ইসলাম পরাছ (লন্ডন প্রবাসী), হারুন মিয়া (আমেরিকা প্রবাসী), লুৎফুর রহমান (লন্ডন প্রবাসী), সহিল উদ্দিন (লন্ডন প্রবাসী), ফিরোজ আলী (লন্ডন প্রবাসী), আবুল কালাম আজাদ (লন্ডন প্রবাসী) ও মুজিবুর রহমান (লন্ডন প্রবাসী)।
এছাড়াও কমিটির সম্মানিত সদস্যরা হলেন- লিটন মিয়া স্পেন প্রবাসী, কাশেম মিয়া পর্তুগাল প্রবাসী, মিজানুর আহমেদ রানা পর্তুগাল প্রবাসী, জমির হুসেন, সাইফুল ইসলাম জাবেদ, তারেক আহমেদ মিঠু, শেখ আলিউর রহমান, মিজানুর রহমান, আবু খালেদ ও হা. মাহিদুর রহমান খাঁন।