এক শুভেচ্ছা বার্তায় দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিনা তালুকদার বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের মাঝে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের মাঝে নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সকল ভেদাভেদ ভুলে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে হবে। পবিত্র ঈদুল ফিতরের গুরুত্ব ও মহত্ত্ব থেকে শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি। এছাড়া মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে সকলকে কাজ করতে হবে। তাই সব ভেদাভেদ ভুলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ্য হয়ে অসাপ্রদায়িক চেতনা ধারণ করে একে অপরের প্রতি পারস্পারিক সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে, আমার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।