হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্ললাহ আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আটপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা, শিন্নী বিতরণী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটপাড়া উচ্চ বিদ্যাল এর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ১৬ ই সেপ্টেম্বর রোজ সোমবার অত্র বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় এর প্রধান শিক্ষক এইচ এম আজমল এর সভাপতিত্বে ও শিক্ষক ঈমান উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভা, শিন্নী বিতরণী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও শাখা এক্সিম ব্যাংক এর জেনারেল ম্যানেজার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ তালিমুল ইসলাম, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ ফয়জুল হক ও নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলকলিয়া বাজার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, শিক্ষক শাহীন আহমদ, শিক্ষক মাওলানা কবির হোসেন, শিক্ষার্থী আকলিমা বেগম,মাছুমা আক্তার নাফছি,মারিয়া আক্তার ও সাদিয়া বেগম প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সৌরিন আক্তার ও সামছিয়া বেগম। গজল পরিবেশন করেন,জেসমিন বেগম,ফাহিবা বেগম রিমা, মারিয়া আক্তার, শাফিউল ইসলাম, মায়াজ হোসেন মাহিন ও রোজিনা আক্তার।
পরিশেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।