মধ্যনগর (সুুনামগঞ্জ) প্রতিনিধি :
সুুনামগঞ্জের মধ্যনগরে পানিতে ডুবে সুমন মিয়া নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুন) সকালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের আটাইশা মাছিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন আটাইশা মাছিমপুর গ্রামের মোঃ সবুজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ জুন) সকালে শিশু সুমন তার চাচার কাছ থেকে জুস খাওয়ার জন্য ২০টাকা নিয়ে বাড়ী থেকে বেরোনোর পর নিজ বাড়ীর সাঁকো পার হয়ে পাশের বাড়িতে থাকা দোকানে গিয়ে জুস কিনে খায়। এরপর দোকানে বসে টেলিভিশনে খেলা দেখে। এরই মধ্য বিদ্যুত চলে যাওয়ায় অন্যদের মতো সেও বেড়িয়ে যায়। কিন্তু ঘন্টা খানেক পরেও বাড়ীতে না ফেরার কারনে অভিভাবকেরা সুমনকে খুঁজাখুঁজি শুরু করেন। দুপুর দেড়টার দিকে এক প্রতিবেশী গোসল করতে নামলে তার পায়ে একটা ভারী বস্তুর শ্পর্শ পান।পরে বাড়ীর লোকজনকে ডেকে আনলে তারা সুমনের মৃতদেহ উদ্ধার করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। শিশু সুমন সকলের অজ্ঞাতে বাড়ির পাশের সাঁকো থেকে পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।