গত ২৩ জুন (রবিবার) সমকাল অনলাইন পত্রিকায় এবং ২৪ জুন (সোমবার) দৈনিক মানবজমিন পত্রিকায়, এছাড়াও আরো কয়েকটি পত্রিকায় মঞ্চ শিক্ষকের প্রকাশ মদ্যপানের, শিরানাম সংবাদ প্রকাশিত হয়।
এই সংবাদ সম্পর্কে জানতে চাইলে শিক্ষক আব্দুস সালাম দরদী বলেন, সংবাদটি প্রকাশিত হওয়ায় আমি সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। উক্ত ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণাদিত। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করি। ঘটনাটি প্রকাশের পর আটপাড়া উপজলার শিক্ষক নেতৃবৃন্দ ও তীব্র নিন্দা জানান।
এ বিষয়ে জানতে চাইলে উপস্থিত থাকা সম্মানিত লোকজন বলেন,উপমহাদেশের বিখ্যাত বাউল সাধক উকিল মুন্সির জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বাউল মেলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খালিয়াজুরী উপজেলা নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রামের সম্মানিত লোকজন ও দেশের বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গ। আব্দুস সালাম দরদী একজন শিক্ষক, এছাড়াও তিনি একজন নাট্যাকার, তিনি কিভাবে এখানে মদ্যপান করবেন।
এই মঞ্চে উপস্থিত থাকা সম্মানিত লোকজন আরো বলেন, আব্দুস সালাম দরদী আমাদের জানামতে বিড়ি সিগারেট ও খায়নি। এই মঞ্চে আব্দুস সালাম দরদীর সম্পর্কে, দাদা, নানা, চাচা, মামা, ছোট্ট ভাই, বড়ো ভাই, ভাতিজা, ভাগনা, অনেকেই উপস্থিত ছিলেন, সে কিভাবে মদ্যপান করবেন।
আমরা এই সর্বপ্রথম উকিল মুন্সি সাহেবের জন্মদিন তার নিজ গ্রামে পালন করেছি। আর এই অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুস সালাম দরদী। এটা সম্পুর্ণ এডিট করা। যে, বা, যারা এটা এডিট করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোহাম্মদ আব্দুস সালাম দরদী
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
৪৭ নং ধর্মরায় রামধন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটপাড়া, নেত্রকোণা
বিজ্ঞপ্তি :