প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৪, ৭:০৬ পি.এম
প্রবাসে গমন উপলক্ষ্যে নিখিলকে পূজা উদযাপনের বিদায়ী সংবর্ধনা
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সহ সভাপতি নিখিল বৈদ্য স্বপরিবারে কানাডা গমন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
সোমবার (১১ মার্চ) বিকালে গোবিন্দগঞ্জস্থ নিমার্ণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে কমিটির সহ সভাপতি পরেশ চন্দের সভাপতিত্বে কোষাধ্যক্ষ পংকজ দত্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল রায়।
এতে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, কমিটির সহ সভাপতি রাকেশ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পরিমল দেবনাথ, সমাজ কল্যাণ সম্পাদক দীপক দেবনাথ, ধর্মিও প্রতিষ্ঠান সংরক্ষক জয়ন্ত বৈদ্য ও সদস্য পলাশ দাশ।
এসময় ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি নারায়ণ রায়, প্রচার সম্পাদক শংকর দত্ত, পল্লব ঘোষ, শংকর দেবনাথ।
সর্বস্বত্ব সংরক্ষিতঃ সিলেট জার্নাল