(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে আলাল গ্রুপের পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল সোমবার (২১ অক্টবর) দিবাগত রাত পৌনে ১টায় উপজেলার বাগড়া হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির সিনিয়র ব্যবস্থাপক মামুনুর রশীদ জানান প্রতিষ্ঠানের কাঁচামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রতিষ্ঠানের গোডাউনে থাকা ফিড তৈরির ৩১৭০ টন সয়াবিন, ২০৯৫ টন ভুট্টা ও ৯৫৫ মেট্রিক টন সিজিএন পুড়ে ভষ্মীভূত হয়।
তিনি আরও জানান আগুনে তাদের প্রতিষ্ঠানের কাঁচামাল ও মেশিনারিজ পুড়ে আনুমানিক প্রায় ৪৬ কোটি ৪৫ লাখ৫৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানান তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরো বলেন ৮ ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সংবাদ শিরোনাম :
বগুড়ায় আলাল গ্রুপের পোল্ট্রি মিলে আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি
- সংবাদকর্মীর নাম
- প্রকাশের সময় : 09:44:41 am, Tuesday, 22 October 2024
- 50
জনপ্রিয় সংবাদ