(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুক্তার আলী (৪৮) নামে এক ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে শহরের ফুলবাড়ী আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত মুক্তার আলী ওই এলাকার বাবলু সরকারের ছেলে। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম মঈনুদ্দীন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গতকাল বুধবার ১০টার দিকে মুক্তার আলীর ইজিবাইকে অজ্ঞাতনামা চার ব্যক্তি যাত্রী হিসেবে ওঠেন। পরে ফুলবাড়ী এলাকায় পৌঁছানোর পর ইজিবাইক চালক মুক্তারের সাথে তাদের একজনের কথাকাটাকাটি হয়। এ সময় যাত্রীদের একজন মুক্তারের পেটে বার্মিজ চাকু দিয়ে আঘাত করে। এতে তার পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় একজন আটক আছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। আর আহত ইজিবাইক চালকের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তবে এখনও জ্ঞান ফেরেনি।
সংবাদ শিরোনাম :
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক গুরুতর আহত
- সংবাদকর্মীর নাম
- প্রকাশের সময় : 04:19:19 pm, Thursday, 31 October 2024
- 52
জনপ্রিয় সংবাদ