Sylhet 3:40 pm, Monday, 23 December 2024

বগুড়ায় শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ১৩ বছর কারাদণ্ড

(বগুড়া) প্রতিনিধি:
দুদকের মামলায় বগুড়ায় শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ১৩ বছর কারাদণ্ড হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপু‌রে বগুড়ার স্পেশাল জজ আদাল‌তের বিচারক মোহাম্মদ শ‌হিদুল্লা এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আবুল কালাম আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তুফান সরকার বগুড়া শহ‌রের চক সূত্রাপুর এলাকার ম‌জিবর রহমান সরকা‌রের ছে‌লে। তিনি বগুড়া শহর শ্রমিক লীগের সদস্য ছিলেন। স্থানীয়রা জানায় ২০১৭ সালে তুফান সরকার এক তরুণীকে ধর্ষণ করেন। সেই ঘটনা জানাজানি হলে ওই তরুণী ও তার মাকে ধরে তাদের চরিত্রহীন আখ্যা দিয়ে মা ও মেয়েকে মাথা ন্যাড়া করে দেয়। সে সময় ঘটনাটি দেশব্যাপী আলোচনায় আসে। পরে পুলিশ তুফান সরকারকে আটক করে। সেই সময় তুফান সরকা‌রের বিরু‌দ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। প‌রে বিষয়‌টি আম‌লে নি‌য়ে তদ‌ন্ত ক‌রে। এরপর ২০১৮ সা‌লের ৩১ ডি‌সেম্বর বগুড়া সদর থানায় মামলা ক‌রেন দুদক বগুড়া‌ কার্যাল‌য়ের তৎকালীন সহকারী প‌রিচালক আমিনুল ইসলাম। এরপর ২০২০ সা‌লের ২৭ ফেব্রুয়ারি তি‌নি আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন। দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ ব‌লেন, মামলায় দু‌টি ধারায় তুফান সরকারের ১৩ বছ‌রের সাজা হ‌য়ে‌ছে। এছাড়াও তার অবৈধ সম্পদ এক কো‌টি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকা রাষ্ট্রের অনুকূলে বা‌জেয়াপ্ত করা হ‌য়ে‌ছে। তুফান সরকার বর্তমা‌নে পলাতক। গ্রেফতারের পর থে‌কে এ দণ্ডা‌দেশ কার্যকর হবে।

About Author Information

Sylhet Journal

জনপ্রিয় সংবাদ

ছাতকে রেলওয়ের কংক্রিট স্লিপার প্লান্টে চলছে দুর্নীতির মহোৎসব

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

বগুড়ায় শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ১৩ বছর কারাদণ্ড

প্রকাশের সময় : 03:07:01 pm, Wednesday, 27 November 2024

(বগুড়া) প্রতিনিধি:
দুদকের মামলায় বগুড়ায় শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ১৩ বছর কারাদণ্ড হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপু‌রে বগুড়ার স্পেশাল জজ আদাল‌তের বিচারক মোহাম্মদ শ‌হিদুল্লা এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আবুল কালাম আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তুফান সরকার বগুড়া শহ‌রের চক সূত্রাপুর এলাকার ম‌জিবর রহমান সরকা‌রের ছে‌লে। তিনি বগুড়া শহর শ্রমিক লীগের সদস্য ছিলেন। স্থানীয়রা জানায় ২০১৭ সালে তুফান সরকার এক তরুণীকে ধর্ষণ করেন। সেই ঘটনা জানাজানি হলে ওই তরুণী ও তার মাকে ধরে তাদের চরিত্রহীন আখ্যা দিয়ে মা ও মেয়েকে মাথা ন্যাড়া করে দেয়। সে সময় ঘটনাটি দেশব্যাপী আলোচনায় আসে। পরে পুলিশ তুফান সরকারকে আটক করে। সেই সময় তুফান সরকা‌রের বিরু‌দ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। প‌রে বিষয়‌টি আম‌লে নি‌য়ে তদ‌ন্ত ক‌রে। এরপর ২০১৮ সা‌লের ৩১ ডি‌সেম্বর বগুড়া সদর থানায় মামলা ক‌রেন দুদক বগুড়া‌ কার্যাল‌য়ের তৎকালীন সহকারী প‌রিচালক আমিনুল ইসলাম। এরপর ২০২০ সা‌লের ২৭ ফেব্রুয়ারি তি‌নি আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন। দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ ব‌লেন, মামলায় দু‌টি ধারায় তুফান সরকারের ১৩ বছ‌রের সাজা হ‌য়ে‌ছে। এছাড়াও তার অবৈধ সম্পদ এক কো‌টি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকা রাষ্ট্রের অনুকূলে বা‌জেয়াপ্ত করা হ‌য়ে‌ছে। তুফান সরকার বর্তমা‌নে পলাতক। গ্রেফতারের পর থে‌কে এ দণ্ডা‌দেশ কার্যকর হবে।