(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশ এক বিশেষ মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে, ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে,, বগুড়া জেলার মোকামতলা তদন্ত কেন্দ্র কর্তৃক ৪৬০(চারশত ষাট) পিস এম্পল মাদকদ্রব্য বুপ্রিনরফিন ইঞ্জেকশন সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী এবং ৫২(বাহান্ন) বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক দ্রব্য ফেনসিডিলসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। জানাযায় ,
বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর এ্যান্ড রুবেল এলপিজি অটো গ্যাস ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসরকের উপর চেকপোস্ট করা কালে উদ্ধারকৃত ৫২(বাহান্ন) বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ জেলা ও থানা পঞ্চগড় এর গ্রাম-পানিমাছ পুকুরী এলাকার মো: মাসুদ রানার স্ত্রী মোছা: রহিমা বেগম(৫৫) কে ৫২ ( বাহান্ন) বোতল ফেন্সিডিল সহ পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করেছেন। পুলিশ জানান ধৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ০৩টি মাদক মামলা রয়েছে। এছাড়া পৃথক অভিযানে
৪৬০(চারাশত ষাট) পিস এম্পল মাদকদ্রব্য বুপ্রিনরফিন ইঞ্জেকশন সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার ও একই গ্রামের -মো: আ: বারি মিয়া এর ছেলে, মো: হারুন(৩৫) এবং মো: একরামুল এর ছেলে
আসামী- (ক)মো: হারুন(৩৫), পিতা-মো: আ: বারি মিয়া, মাতা-আমেনা খাতুন, মো: আঙ্গুর মিয়া(২৮) কে
আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।