বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর রুবেল এলপিজি অটো গ্যাস ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসরকের উপর চেকপোস্ট বসিয়ে উদ্ধারকৃত ৫০(পঞ্চাশ) বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ গ্রেফতারকৃত মো: সুলতান মাহমুদ(৪০), পিতা-মৃত হবিবর , মাতা-মোছা: তারাভানু, গ্রাম-আলীহাট, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর । এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ১ কেজি গাঁজা উদ্ধার সহ ২ জন মাদক ব্যবসায়ী ও সারিয়াকান্দি থানা কর্তৃক ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিভিন্ন মামলায় ১৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ৫০ বোতল ফেন্সিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার দুইটি সাজা ওয়ারেন্টসহ মোট ২৭টি ওয়ারেন্ট খারিজ এবং বিভিন্ন মামলায় ১৭জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সাথে ৫০ বোতল ফেন্সিডিল এবং এক কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এক মাদক ব্যবসায়ীর নাম ছাড়া বাকি আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ। এই বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার গণমাধ্যম কর্মীদের জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
সংবাদ শিরোনাম :
বগুড়া জেলা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য সহ চার জন গ্রেফতার
- সংবাদকর্মীর নাম
- প্রকাশের সময় : 04:48:24 pm, Tuesday, 8 October 2024
- 55
জনপ্রিয় সংবাদ