পবিত্র মাহে রমজান মাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের অন্তর্ভূক্ত ৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে গরীব, অসহায় ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মার্চ) সিলেট ওসমানী মেডিকেল এলাকায় এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, ‘মুসলমানদের আত্মত্যাগ, সংযম সাধনা ও ধৈর্য ধারণের মাস এই পবিত্র রমজান। রমজান আমাদের আল্লাহর রহমত লাভের সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং তার কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে একইভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার একটাই নির্দেশনা মানুষের সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা, মানুষের সন্তুষ্টি অর্জন করা। ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সিলেট মহানগর যুবলীগ ও ওয়ার্ড যুবলীগ অসহায় নিম্নমধ্যবিত্ত ও বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।’
৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবির হাসান রানার পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, ‘যুবলীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই মানবসেবামূলক কর্মসূচি সবাইকে অনুপ্রাণিত করবে। সিলেট মহানগর যুবলীগ সব সময় রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, মহানগর যুবলীগের সহ-সভাপতি সৈয়দ গুলজার আহমদ, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন বকস্ সালাই, যুবলীগ নেতা আবুল কাসেম, জুুবের আহমদ, সাহেদ আহমদ, ছাত্রলীগ নেতা আবির আহমদ তুষার, অনিক আহমদ, সালমান আহমদ, তুষার আহমদ, আসিফ আরমান, সোহান আহমদ, শামীম আহমদ প্রমুখ।
সংবাদ শিরোনাম :
৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন : আলম খান মুক্তি
- সিলেট জার্নাল ডেস্ক
- প্রকাশের সময় : 11:54:35 am, Wednesday, 20 March 2024
- 70
জনপ্রিয় সংবাদ