বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ বাতিল করেছে জেলা খাদ্যবান্ধব কমিটি। গত সোমবার (১৮ নভেম্বর) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী’র স্বাক্ষরিত একটি নোটিশে এটি জানানো হয়। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে সর্বস্থরের জনগণের ব্যানারে আওয়ামী ফ্যাসিবাদের কারণে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে সৃষ্ট সঙ্কট উত্তোরণের জন্য মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে অনুষ্টিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, রেজাউন নবী সান্ডু, এস.এম তরিকুল ইসলাম, জিল্লুর রহমান মাষ্টার, দেওয়ান সাইদুল ইসলাম সোহেল প্রমূখ।
বক্তারা সকলে বলেন,খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ ও চাল বিতণের সঙ্কট সৃষ্টি করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্যবান্ধব কমিটির সভাপতি মাহবুব হাসান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। এরা দুজনই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসর। এদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে সঙ্কট সৃষ্টি হয়েছে। প্রায় ২ মাস যাবৎ উপকারভোগীরা চাল পাওয়া থেকে বঞ্চিত। তাই অনতিবিলম্বে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানকে আওয়ামী ফ্যাসিবাদীর দোসর আখ্যায়িত করে অপসারণ দাবী করেছেন।
উল্লেখ্য গত ১২ নভেম্বর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী ১৫ জন খাদ্যবান্ধব ডিলারের নিয়োগ দিয়ে তালিকা প্রকাশ করে। এতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারীর বিরুদ্ধে নিয়োগ স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠে। এই অভিযোগের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্রবৃন্দ উপজেলা প্রশাসন চত্ত্বরে অনশন করে। এর পরিপ্রেক্ষিতে নিয়োগকৃত ১৫ জন ডিলারের নিয়োগ গত ১৮ নভেম্বর নওগাঁ জেলা প্রশাসক বাতিল করেন। উক্ত নিয়োগ বাতিল করাকে কেন্দ্র করে সর্বস্থরের জনসাধারণ মানববন্ধন করে ইউএনও এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারীর অপসারণের দাবিতে স্লোগান দেয়।