বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
"জন্ম - মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (০৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহম্মেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম'সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বৃন্দ।#