বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ ” শীর্ষক প্রকল্পের আওতায় দুঃস্থ নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা কমপ্লেক্স ভবন সভাকক্ষে এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, সোনালী ব্যাংক পিএলসি, বদলগাছী শাখা’র ম্যানেজার এস.এম. রাশেদুল ইসলাম প্রমূখ।
এসময় ৮০ জন দুঃস্থ নারী কর্মীদের প্রতিজনকে এক লক্ষ ২১ হাজার ৪৪৩ টাকার চেক প্রদান করা হয়।