বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণে বিনামূল্যে পিপিআর টিকার ( ২য় ডোজ) প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে বদলগাছী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাকরাইল ক্লাব মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজন করে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মো. নাজমুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রুবেল হোসাইন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ ।
এই টিকা প্রদান কর্মসূচি ১৮ অক্টোবর পর্যন্ত উপজেলার ৭২ টি ওয়ার্ডে কার্যক্রম চলবে। #
রানা হামিদ
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
তারিখ : ০১/১০/২৪ খ্রি.