বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
"শিক্ষকের কন্ঠস্বর:
শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (০৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
গয়ড়া তেতুলিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দীন ও জাইজাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস.এম আবু সাঈদ রিপু'র সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম।
এ সময় আরো বক্তব্য রাখেন, বদলগাছী কারিগরি ও বাণিজ্যিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া, গয়ড়া তেতুলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম লুৎফর রহমান, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম প্রমূখ।
আলোচনা অনুষ্ঠানের শুরুতেই দিবসটি উপলক্ষে উপস্থিত সকল শিক্ষককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।