বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে বাস-চার্জার ভ্যান সংঘর্ষে সাত মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানচালক'সহ দুইজন গুরুতর আহত হয়েছে। নিহত অন্তঃসত্ত্বা নারীর নাম সনজিতা (২২)। সে সদর ইউনিয়নের ভাতশাইল গ্রামের যতিনের স্ত্রী। আহতরা হলেন সনজিতার শ্বাশুড়ি চরমোন বালা(৫৭) এবং ভ্যানচালক আলতাফ সরদার(৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস একই দিক থেকে আসা একটি চার্জার ভ্যানকে বদলগাছী চৌরাস্তা মোড়ের মাতাজি রোডে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী সনজিতা নিহত হয়। সনজিতা সাত মাসের গর্ভবতী ছিল। আর নিহতের শ্বাশুড়ি চরমোন বালা এবং ভ্যানচালক আলতাফ সরদার'কে গুরুতর আহত অবস্থায় বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে আহত ভ্যানচালককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. শাহ্জাহান আলী বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসচালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।