বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী মাইলস্টোন হাইস্কুলে অভিভাবক সমাবেশ ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে বদলগাছী মাইলস্টোন হাইস্কুলের উদ্যোগে বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বদলগাছী মাইলস্টোন হাইস্কুলের সভাপতি অধ্যাপক ইউনুছার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
বদলগাছী মাইলস্টোন হাইস্কুলের প্রধান শিক্ষক আবু জর গিফারী'র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. রবিউল আওয়াল, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেন, থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ এস.এম জাকিতুল্যাহ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডি. এম. এনামুল হক, সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু'সহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।