সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামে মৃত শাহনেওয়াজ চৌধুরীর বসত বাড়িতে হামলা ভাংচুর লুটপাঠ ও চাদাঁ দাবীর প্রতিবাদেএবং দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় এলাকাবাসীর আয়োজনে স্থানীয় শিবগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকায় দুইশতাধিক লোকজন অংশগ্রহন করেন।
এ সময় বক্তব্য রাখেন ভূক্তভোগী মৃত শাহনেওয়াজের সহধর্মিনী সুহেনা চৌধুরী,রুবন চৌধুরী,ছবির মিয়া,নিজাম মিয়া,সুহেল মিয়া,খলিল চৌধুরী,রিজু মিয়া,প্রবীর দাস প্রমুখ।
বক্তারা বলেন,কুবাজপুর আহমদাবাদ গ্রামের মৃত শাহনেওয়াজ চৌধুরী এলাকায় একজন দানবীর লোক হিসেবে পরিচিত ছিলেন ।ছিলেন তিনি গত প্রায়ি একবছর পূর্বে মারা যাওয়ার পর থেকে তার সহায় সম্পত্তি দখলে নিতে কুবাজপুর গ্রামের আফাজ চৌধুরী,এনামুল হক গংরা চলতি মাসের ২ সেপ্টেম্বর মৃত শাহনেওয়াজ চৌধুরীর সহধর্মিনী সুহেনা চৌধুরীর বাড়িতে এসে ১০ লাখ টাকা চাদাঁ দাবী করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় আফাজ চৌধুরী ও এনামুল গংরদের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা গত ৩ সেপ্টেম্বর সুহেনা চৌধুরীর বসতভিটায় হামলা ভাংচুর ও লুটপাঠ ও সুহেনাকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় তারা ঘরে রক্ষিত ১২ ভরি স্বর্ণালংকার,নগদ দেড়লাখ টাকা, আসবাবপত্র নিয়ে চলে যায়। এ ঘটনায় মৃত শাহ নেওয়াজের সহধমিনী সুহেনা চৌধুরী বাদি হয়ে গত ১৬ সেপ্টেম্বর কুবাজপুর গ্রামের মৃত তছর উদ্দিন চৌধুরীর ছেলে আফাজ চৌধুরী,হামিদ মিয়ার ছেলে ,এনামুল হক,মৃত শফিক চৌধুরীর ছেলে রাজিব চৌধুরী,সহোদর রাহিম চৌধুরী,নুর হেকিম,ইউসুফ মিয়া,শাফর মিয়ার ছেলে দিলফর মিয়া,সহোদর সাইফুল মিয়া,মৃত নুর আলীল ছেলে আলাল মিয়া,রমাপতিপুর গ্রামের রোয়াব উল্ল্যাহর ছেলে হাছন,তিলকপুর শাহারপাড়ার আব্দুল খালিক মিয়ার ছেলে আবুল মনসুর মুর্শেদ এই ১১ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -০৭ ।সুহেনা চৌধুরীর তিন ছেলে সন্তান হলেও তারা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন।
বক্তারা অবিলম্বে ঐ সকল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তাার করে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকার ও পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান। ##
সুনামগঞ্জ প্রতিনিধি
২২.০৯.২০২৪