মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার।
বন্যার কারণে সিলেট সুনামগঞ্জ অঞ্চলের বানভাসি মানুষ মানবেতর জীবনযাপন করছেন।
মানুষের এই দুঃসময়ে আজ ২১ জুন, রোজ শুক্রবার দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোজাম্মেল আলীর উদ্যোগে কিছু খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চিড়া, মুড়ি, ঘুর।
পাহাড়ী ঢল ও অতিবৃষ্টিতে অনেক ঘরবাড়ি তলিয়ে সিলেট সুনামগঞ্জ জনজীবনে অচলবস্থা নেমে এসেছে। প্রায় জায়গাতেই গরু-মহিষ-ছাগল ভেসে যাচ্ছে। বিদ্যুৎ লাইন পানি ছুঁইছুই। নদীপাড়ের ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে চোখের সামনেই।
দিরাই উপজেলার নয় নং কুলঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ডের আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোজাম্মেল আলীর বড় ভাই ফ্রান্স প্রবাসী মোদ্দাসির আলীর অর্থায়নে বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তার পরিবার।
মোজাম্মেল আলীর পিতা আশিক আলী বলেন, ঐতিহ্যবাহী সিলেটের মানুষের মাঝে এখন অনেকটা হাহাকার চলছে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের মানুষেরা এ বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ। দেশের সামর্থ্যবান মানুষেরা সিলেট সুনামগঞ্জ বন্যাকবলিত এলাকায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়।
বন্যার্থ মানুষের খুঁজ নিয়ে দেখা যায়, সব মিলিয়ে কেউ ভালো নেই। ভালো থাকার কথাও নয়। কেউ ভাসছেন পানিতে। কেউ ভুগছেন মনোকষ্টে। কারও বাড়ছে দুশ্চিন্তা। বন্যা, বৃষ্টি, সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।
এবিষয়ে জানতে জানতে চাইলে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোজাম্মেল আলী বলেন, জনগণের জন্য কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি। তাই আমি আমার পরিবারের সবার সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী।
আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার ওয়ার্ডবাসীর পাশে আছি এবং ভবিশতে থাকবো। এছাড়াও আমার ওয়ার্ডের সকল আপদবিপদে অংশীদার হতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া ও আর্শীবাদ করবেন। আমিও সকলের মঙ্গল কামনা করছি।