হাছান মিয়া বার্তা সম্পাদক
দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন এর জারলিয়া গ্রামের সনজিত দাস এর ছেলে সোহাগ দাস (১৫) নামে এক কিশোর বৃষ্টির সময় তার ২ বন্ধুর সাথে জাল নিয়ে মাছ ধরতে যান, জাল দিয়ে যখন মাছ ধরছিলেন তখন হঠাৎ বজ্রপাত হয় এবং সোহাগ নামের কিশোর টি মারা যান, তার বন্ধুদের জিজ্ঞাসা করলে তারা বলেন আমরা ২ জন ছিলাম একটু বেশী পানিতে এবং সোহাগ দাস ছিলো হাটু সমমান পানিতে, বজ্রপাত যখন হয় তখন আমরা ভয় পেয়ে পানিতে ডুব দেই এবং ডুব দিয়ে উঠে দিকে সোহাগ দাস পানিতে পরে আছে, পরে আমরা সোহাগ দাস এর বাড়িতে আসি এবং তার পরিবার কে বিস্তারিত জানাই