সারা দেশ ব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে জামায়েত শিবির চক্র যে সন্ত্রাসী তান্ডব শুরু করেছে তার বিরুদ্ধে ঐক্যকবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ চক্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকারী বিভিন্ন স্থাপনায় অগ্নি সংযোগ,আইন শৃৎখলা বাহিনী সদস্যেদের হত্যা,থানা থেকে আস্ত্র লুটসহ অপকর্ম চালিয়ে যাচ্ছে। টিলাগড় পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, আমরা রাজপথে আছি থাকব,কোন অপশক্তি আমাদের পরাজিত করতে পারবেনা। একাত্তরের পরাজিত শক্তি জামায়েত শিবির চক্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আওয়াজ তুলেছে,মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পাকিস্থানী দালালদের হাতে তুলে দেওয়া যাবেনা। পাড়া- মহল্লায়,গ্রামে-গঞ্জে সন্ত্রাস বিরোধী কার্যকলাপের বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পরে কোটা আন্দোলনের নামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগের ডাকে সারা দেশের ন্যায় বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যেগে নগরীর বিভিন্ন এলাকায় পথসভা ও বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ শেষে এমসি কলেজ ছাত্রলীগ ও আওয়ামীগের অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যেগে টিলাগড় পয়েন্টে সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ আগষ্ট) সকালে ছাত্রলীগের সহ-সভাপতি মো: আলী হাসান আদনানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক সুমন রায়ের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাদ তালুকদার,সাবেক সহসভাপতি জিয়াউল হক জিয়া,মহানগর যুবলীগের সাধারন সম্পাদক জায়দিগার,ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়েল সিরাজ, যুবলীগ নেতা ও জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মো: ওসমান আলী, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক দেবাংশু দাস,যুগ্ম সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম সুমন,ছাত্রলীগ নেতা দিদারুল ইসলাম,শাহিনুর আলম,জগলু চৌধুরী,শুবল রায়,বিষ্ণু চেীধুরী প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি