মধ্যনগর(সুুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগরে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ।
৩০ জুন, রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের একটি কবরস্থান থেকে এসব চিনি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাকালে বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের বেরবেরী হাওরে অবস্থিত একটি কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, উদ্ধারকৃত ভারতীয় চিনি আদালতের মাধ্যমে নিলাম দেওয়া হবে।