সুনামগঞ্জের মধ্যনগর বৌলাই নদীতে অজ্ঞাত পুরুষের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।অজ্ঞাত লাশের বয়স ৩৫-থেকে চল্লিশের ভিতরে।
১৮ই এপ্রিল সন্ধ্যা পৌনে সাতটার সময় উপজেলার চামরদানী ইউনিয়নের মুকশেদপুর সংলগ্ন বৌলাই নদীর পশ্চিম পাড়(দীঘা)নামক স্থান থেকে লাশ উদ্ধার হয়।মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা যায় স্থানীয় ইউপি সদস্যের তথ্যমতে দীঘার নামক স্থানে অজ্ঞাত এক পুরুষের মৃতদেহ দেখতে পেয়ে মধ্যনগর থানা পুলিশকে অবগত করেন।পরে পুলিশ গিয়ে অজ্ঞাতনামা একজন পুরুষের গলিত মৃতদেহ হাতের আঙ্গুল বিহীন ও পায়ের গোড়ালি হইতে নিচের অংশ নেই এবং মুখমন্ডল গলিত এবং নগ্ন ও পোকা দ্বারা আক্রান্ত মৃত লাশ উদ্ধার করে।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃস্বজীব রহমান তথ্য নিশ্চিতের মাধ্যমে বলেন অজ্ঞাত ব্যাক্তির লাশ সুনামগঞ্জ জেলা সদরের মর্গে পাঠানো হচ্ছে।