অমৃত জ্যোতি(মধ্যনগর)প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু গোল্ডকাপ২০২৪অনুর্ধ ১১ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
৫ই জুলাই শুক্রবার বিকেল সাড়ে তিনটার সময় মধ্যনগর থানার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার প্রথম চেয়ারম্যান মোঃআব্দুর রাজ্জাক ভূঁইয়া।এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃএমরান হোসেন,ইউআরসি(ধর্মপাশা) আশরাফুল আলম,প্রধান শিক্ষক সমিতির সভাপতি মলয় কান্তি সরকার,সহকারী শিক্ষক সমিতির সভাপতি রজত কান্তি তালুকদার,প্রধান শিক্ষিক লিপিকা তালুকদার,রমেন্দ্র চন্দ্র সরকার, ভূপতি রনজন তালুকদার,শুভেন্দু ভট্টাচার্য্য,পুরঞ্জয় সাহা রায়,অজয় রায়, তিতাস রায়,মানিক সরকার প্রমুখ।
পুর্ণসময় খেলা অনুষ্ঠিতের পর মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়(৩) অর্জন করে ও (০) গোলে ইটাউরী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করার পরে মধ্যনগর সকারী প্রাথমিক বিদ্যালয় বিজয় পুরষ্কার গ্রহন করে।