উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের অতি ভারি বর্ষণে সুনামগঞ্জের হাওরাঞ্চল মধ্যনগরে বাড়তে শুরু করেছে নদী ও হাওরের পানি। নদী ও হাওরের পানি বাড়ার কারনে উপজেলার মধ্যনগর -মহিষখলা সড়কের নিচু অংশ পানির নিচে তলিয়ে গেছে। যার ফলে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।এমনকি পায়ে হেঁটেও চলাচল করা যাচ্ছে না । বাধ্য হয়ে ছোট ডিঙি নৌকা ও ট্রলারে করে চলাচল করছে মানুষ। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ী-ঘর সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এমন পরিস্থিতিতে ঈদের আনন্দ যেন ফ্যাকাশে হাওরবাসীর ।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ নুর আলম জানান,মধ্যনগরের সোমেশ্বরী ও উব্দাখালী নদীর পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় এসব নদ-নদীতে ৩০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
এদিকে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আগামী তিনদিন বন্যার পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ আব্দুল মোত্তালেব সরকার জানান, বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। উপজেলার সকল ফ্লাড শেল্টার কাম স্কুল বন্যার্তদের আশ্রয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় শুকনা খাবার ও উদ্ধার কাজের জন্য নৌকার ব্যাবস্থা রয়েছে।