Sylhet 7:19 pm, Monday, 23 December 2024

মধ্যনগরে “মাধব চন্দ্র লোদ” আর নেই

অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত অনিল চন্দ্র লোদের জৈষ্ঠ্যপুত্র “মাধব চন্দ্র লোদ” পরলোকগত হয়েছেন।”ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু”

২০জুন বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় নিজ বাসায় অসুস্থতা জনিত কারণে ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সদ্যপ্রয়াতের একপুত্র, এককন্যা,স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবর শুনে নবগঠিত মধ্যনগর উপজেলার নবনির্বাচিত প্রথম ভাইস চেয়ারম্যান মোঃহযরত আলী স্ব-শরীরে উপস্থিত হয়ে প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি সহ শোকাহত পরিবারে সমবেদনা জ্ঞাপন করেন।

About Author Information

Sylhet Journal

জনপ্রিয় সংবাদ

ছাতকে রেলওয়ের কংক্রিট স্লিপার প্লান্টে চলছে দুর্নীতির মহোৎসব

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

মধ্যনগরে “মাধব চন্দ্র লোদ” আর নেই

প্রকাশের সময় : 03:43:05 pm, Thursday, 20 June 2024

অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত অনিল চন্দ্র লোদের জৈষ্ঠ্যপুত্র “মাধব চন্দ্র লোদ” পরলোকগত হয়েছেন।”ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু”

২০জুন বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় নিজ বাসায় অসুস্থতা জনিত কারণে ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সদ্যপ্রয়াতের একপুত্র, এককন্যা,স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবর শুনে নবগঠিত মধ্যনগর উপজেলার নবনির্বাচিত প্রথম ভাইস চেয়ারম্যান মোঃহযরত আলী স্ব-শরীরে উপস্থিত হয়ে প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি সহ শোকাহত পরিবারে সমবেদনা জ্ঞাপন করেন।