অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদে প্রথমবারে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রর্থী মোঃআব্দুর রাজ্জাক ভূইয়া।
৫ই জুন সর্বশেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মধ্যনগর,চামরদানী,দক্ষিণ বংশীকুন্ডা ও উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সমন্বয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় সারা দিন।চেয়ারম্যান পদে আট প্রার্থী অংশ নিয়েছিলেন।মোঃআব্দুর রাজ্জাক ভূইয়ার ২৭টি কেন্দ্রের মোট প্রাপ্ত ভোট সংখ্যা
১২হাজার৮শত৫৩।তাঁর নিকটতম প্রতিদ্বন্দী কাপ-পিরিচ প্রতীকের সাইদুর রহমান পেয়েছেন ৯হাজার৯শত সতেরো ভোট।
প্রশাসনিক সূত্রানুযায়ী মোটরসাইকেল প্রতীকে মধ্যনগর উপজেলার প্রথম চেয়ারম্যান হিসেবে মোঃআব্দুর রাজ্জাক ভূইয়া ২হাজার৯শত৩৬ভোট অতিরিক্ত পেয়ে বিজয়ী হয়েছেন।