Sylhet 8:04 pm, Monday, 23 December 2024

মধ্যনগর উপজেলার প্রথম চেয়ারম্যান রাজ্জাক এর কার্য্যদিবস শুরু

অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার প্রথম চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক ভূঁইয়া প্রথম দিনের মতো কার্য্যক্রমের শুভ সূচনা করেন। ২০২১সালের ২৬জুলাই নিকারের১১৭তম বৈঠকে মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করা সিদ্ধান্ত গৃহীত হয়।চলতি বছরের ৫ই জুন উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ১২হাজার ৮শত ৫৩ভোট পেয়ে উপজেলার প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিতহন মোঃ আব্দুর রাজ্জাক ভূইয়া।২৩জুন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথনেন।

২৭জুন বৃহস্পতিবার দিবসের প্রথমার্ধে মধ্যনগর উপজেলার অস্থায়ী কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা,উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধি প্রথম চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক ভূইয়া,ভাইস চেয়ারম্যান মোঃহযরত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান হালুফা আক্তারকে বরণ করেন উপজেলায় নিযুক্ত থাকা সকল অফিসার ও কর্মচারীবৃন্ধ।মধ্যনগর উপজেলার বিপি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্ধ মানপত্র ও মাল্যদান অর্পন করেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান।

নবসৃষ্ট উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান মোঃআব্দুর রাজ্জাক ভূইয়া বলেন-সকল প্রতিবন্ধকতা পেরিয়ে মহান সৃষ্টিকর্তার রহমত ও জনগনের পুর্ণসমর্থন পেয়ে উপজেলার প্রথম চেয়ারম্যান হিসেবে বসতেপেরে নিজেকে গর্বিত মনে করছি। এবং উপজেলার আওতায় ভোটার,প্রতিদন্দ্বী,শুভাকাঙ্ক্ষী সহ জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কৃতজ্ঞতা জানান তিনি। তবে নবসৃষ্ট উপজেলার অবকাঠামোগত সংকটের কারণে প্রতিনিধিগন অফিস কার্যালয়ে অনেকটাই অসুবিধে উপভোগ করেন।

About Author Information

Sylhet Journal

জনপ্রিয় সংবাদ

ছাতকে রেলওয়ের কংক্রিট স্লিপার প্লান্টে চলছে দুর্নীতির মহোৎসব

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

মধ্যনগর উপজেলার প্রথম চেয়ারম্যান রাজ্জাক এর কার্য্যদিবস শুরু

প্রকাশের সময় : 12:05:24 pm, Thursday, 27 June 2024

অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার প্রথম চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক ভূঁইয়া প্রথম দিনের মতো কার্য্যক্রমের শুভ সূচনা করেন। ২০২১সালের ২৬জুলাই নিকারের১১৭তম বৈঠকে মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করা সিদ্ধান্ত গৃহীত হয়।চলতি বছরের ৫ই জুন উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ১২হাজার ৮শত ৫৩ভোট পেয়ে উপজেলার প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিতহন মোঃ আব্দুর রাজ্জাক ভূইয়া।২৩জুন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথনেন।

২৭জুন বৃহস্পতিবার দিবসের প্রথমার্ধে মধ্যনগর উপজেলার অস্থায়ী কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা,উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধি প্রথম চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক ভূইয়া,ভাইস চেয়ারম্যান মোঃহযরত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান হালুফা আক্তারকে বরণ করেন উপজেলায় নিযুক্ত থাকা সকল অফিসার ও কর্মচারীবৃন্ধ।মধ্যনগর উপজেলার বিপি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্ধ মানপত্র ও মাল্যদান অর্পন করেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান।

নবসৃষ্ট উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান মোঃআব্দুর রাজ্জাক ভূইয়া বলেন-সকল প্রতিবন্ধকতা পেরিয়ে মহান সৃষ্টিকর্তার রহমত ও জনগনের পুর্ণসমর্থন পেয়ে উপজেলার প্রথম চেয়ারম্যান হিসেবে বসতেপেরে নিজেকে গর্বিত মনে করছি। এবং উপজেলার আওতায় ভোটার,প্রতিদন্দ্বী,শুভাকাঙ্ক্ষী সহ জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কৃতজ্ঞতা জানান তিনি। তবে নবসৃষ্ট উপজেলার অবকাঠামোগত সংকটের কারণে প্রতিনিধিগন অফিস কার্যালয়ে অনেকটাই অসুবিধে উপভোগ করেন।