মধ্যনগর সদর প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৮সদস্যের অনাস্থা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে অনাস্থার দাবী জানিয়েছেন পরিষদের ৮সদস্য/সদস্যা। ১২মে সোমবার মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত ভাবে বিভিন্ন অনিয়ম,অনুপস্থিত ও স্বেচ্ছারিতার অভিযোগ তুলে অনাস্থার প্রস্তাবনা দাখিল করেন তারা।৮সদস্যের সাক্ষরিত অনাস্থা প্রস্তাবে একই সঙ্গে দ্রুত তার অপসারনের দাবিও জানিয়েছেন। অনাস্থাপত্রে তথ্যনুযায়ী ২০২৫এর চলতি মাসের মাসিক বিশেষ জরুরী সভায় ৯নং ওয়ার্ড সদস্য মোঃআলী উছমানের সভাপতিত্বে উপস্থিত সদস্যদের মধ্যে সংরক্ষিত নারী সদস্যা তিনজন ও পুরুষ সদস্য সহ আটজনে সাক্ষর করেন।

উল্লেখ্য বিগত২০২৪সালের ৩রা সেপ্টেম্বর মধ্যনগর ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তারকে পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।এবং ১নংওয়ার্ডের ইউপি সদস্য মো.হাবিবুর রহমান তালুকদারকে প্যানেল চেয়ারম্যান (২)করে পরিষদ গঠন করা হয়েছিল। অনাস্থাপত্রে প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তারকে দায়িত্ব দেওয়ার পর থেকে তিনি নিয়মিত অফিসে অনুপস্থিতি,বিভিন্ন প্রকল্পের কাজে গাফিলতি,স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়ম দূর্নীতির সাথে সম্পৃক্ততার অভিযোগ তুলেন সদস্যগণ। ইউপি সদস্যগণ বারংবার বলার পরেও এই বিষয়ে তিনি কর্ণপাত এবং কোনো ইউপি সদস্যকে গুরুত্ব দেন’না।সভায় স্বাক্ষরকারী সিংহভাগ সদস্য অভিযুক্ত আব্দুস সাত্তারকে অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে সমর্থন করি’না। ফলে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের আমরা নিম্নবর্ণিত ইউপি সদস্যগণ তার বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান পদে আপনার বরাবরে লিখিতভাবে অনাস্থা প্রদান করলাম। এবং প্যানেল চেয়ারম্যান -(২)হাবিবুর রহমান তালুকদারকে দায়িত্ব প্রদানের জন্য জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করেন।অনাস্থা প্রস্তাব কারী ইউপি সদস্যরা হলেন, সংরক্ষিত নারী ইউপি সদস্য কাকলী রাণী তালুকদার, মোছা. জেসমিন আক্তার,মোছা. রোকেয়া আক্তার,মো. হাবিবুর রহমান তালুকদার,সনেট তালুকদার, সুমন চন্দ্র বর্মণ,সুশীল চন্দ্র বিশ্বাস ও আলী উসমান।

এই বিষয়ে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, কয়েকজন আওয়ামীলীগের দোসর আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব করেছে।এই বিষয়ে তারা আমাকে কিছুই জানায়নি।

ইউএনও উজ্জ্বল রায় গণমাধ্যমকে বলেন, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে ৯ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছেন। এই বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।