মনুষ্যত্ব ফাউন্ডেশন জগন্নাথপুর এর উদ্যোগে ও সংগঠনের দেশী বিদেশী সদস্যদের অর্থায়নে রোজাদার অসহায় মানুষের মধ্যে প্যাকেটজাত ইফতার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৭ মার্চ) জগন্নাথপুর পৌর পয়েন্টে ইফতার পূর্ববর্তী সময়ে শতাধিক অসহায় ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, মনুষ্যত্ব ফাউন্ডেশন জগন্নাথপুরের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মাদ জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমান, মাওলানা ফজল আহমদ, সিনিয়র সাংবাদিক আমিনুল হক সিপন, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটি ও মনুষ্যত্ব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাংবাদিক আলী হোসেন খান, সমাজ সেবক কুটি মিয়া, ইকবাল মিয়া সহ বিভিন্ন শ্রেণির প্রেশার মানুষ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না বলেন, অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে মনুষ্যত্ব ফাউন্ডেশন, তাদের এই কাজকে আমি সম্মান করি, এই মহতী কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সফলতা কামনা করি।
মনুষ্যত্ব ফাউন্ডেশন জগন্নাথপুর এর চেয়ারম্যান জামাল উদ্দিন বেলাল, বলেন অসহায় মানুষের পাশে মনুষ্যত্ব ফাউন্ডেশন জগন্নাথপুর সবসময় কাজ করে যাচ্ছে এই কাজ অব্যহত থাকবে।
উল্লেখ্য, মনুষ্যত্ব ফাউন্ডেশন জগন্নাথপুর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় একের পর এক মানবিক কাজ করে যাচ্ছে । এর আগে জগন্নাথপুর পৌর পয়েন্টে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।