অমৃত জ্যোতি,বিশেষ প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টা উপজেলাধীন আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃজাহিদুল ইসলাম সাফায়েত(১১)র সন্ধান চায় তার পরিবার।
ঢাকার উত্তর যাত্রাবাড়ী বিবির বাগিচা "মাদ্রাসাতুল হিকমাহ" মাদ্রাসায় হাফিজিয়া বিভাগে অধ্যায়ন করে জাহিদুল ইসলাম সাফায়েত।
৫ই'জুন বুধবার প্রতিদিনের মতো অধ্যায়নের পর আছর নামাজ শেষে বের হলে আর মাদ্রাসায় ফিরে আসেনি।ঐ এলাকায় কাকার বাসায় যথারীতি খাবার খেতেও যায়নি।কিছু দিন হয় মাদ্রাসায় ভর্তি হয়েছে। ঐএলাকার রাস্তা ঘাট সবই তার অজানা।
মাদ্রাসার মোহতামিম মোঃআব্দুর রহিম'র সাথে যোগাযোগ করলে তিনি জানান ঐদিন আছরের সময় সকল ছাত্রদের সাথে বের হয় কিন্তু আর মাদ্রাসা কক্ষে আসেনি।
প্রায় বিষ ঘন্টা অতিবাহিত হলেও কোন সন্ধান না পেয়ে দেশবাসীর সহযোগীতা চান তার নিকটাত্মীরা।এমতাবস্থায় জাতি ধর্মবর্ণ নির্বিশেষে কারো সম্মুখে পেলে তথ্যদানে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার ।মোবাইল নম্বার(বাবা)০১৭৬৩৩৭৭৮৮৮(চাচা)০১৯১৭০৪১৯৬৬(মামা)০১৭১৬৪৮৪৮৯৩।