Sylhet 8:26 pm, Monday, 23 December 2024

মাসালা বাজারে পাওয়া যাচ্ছে টমি মিয়াস স্পেশাল ইফতার

আন্তর্জাতিক স্বনামধন্য শেফ টমি মিয়া এমবিই উদ্যোগে সিলেট নগরীর সুবিদবাজার ও উপশহর মাসালা বাজারে পাওয়া যাবে টমি মিয়াস স্পেশাল ইফতারী।

বুধবার (১৩ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে টমি মিয়া এমবিই বলেন, পবিত্র এই রমজান মাসে টমি মিয়া হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইনস্টিটিউট এর টমি মিয়াস স্পেশাল ইফতারী পাওয়া যাবে সুবিদবাজার ও উপশহর মাসালা বাজারে। গত মঙ্গলবার ১২ মার্চ থেকে এই ইফতারী কার্যক্রম চালু করা হয়। টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর এডমিন ম্যানেজার আব্দুুল্লাহ আল মাসুম ও মাসালা বাজার সিলেট এর ওপারেশন হেড জসিম উদ্দিনের তত্ত্বাবধানে ১২ আইটেমের ইফতারী পুরো মাসব্যাপি পাওয়া যাবে।

মাসব্যাপি টমি মিয়াস স্পেশাল ইফতারী উপলক্ষে টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সকল স্টাফ ও শেফদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

টমি মিয়াস স্পেশাল ইফতারীর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউরো গ্রুপ ইউকের সহযোগী প্রতিষ্ঠান মাসালা বাজারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম হোসেন এমবিই, ইউরোফুডস গ্রুপ বাংলাদেশ অপারেশনের ডিরেক্টর শেখ শফিউল আলম, ঢাকার বিজনেস ডেপলাপমেন্ট মো. সাইফুল ইসলাম, মাসালাবাজার সিলেট ডিভিশনের অপারেশন ম্যানেজার জসিম উদ্দিন, মাসালাবাজারের ম্যানেজার রাজিব কৈরী, মুহিবুল হক, রাজিব রয়, মৌলভীবাজারে এক্সিকিউটিভ ম্যানেজার সুমন মিয়া, সেফ দেলোয়ার, সেফ কাওছার প্রমুখ।

উল্লেখ্য, টমি মিয়া এমবিই তাঁর প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে এখন পর্যন্ত ২৫০০০ দক্ষ শেফ তৈরি করেছেন যারা এখন বিশ্বের বিভিন্ন দেশে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন।

About Author Information

SYLHET JOURNAL

জনপ্রিয় সংবাদ

ছাতকে রেলওয়ের কংক্রিট স্লিপার প্লান্টে চলছে দুর্নীতির মহোৎসব

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

মাসালা বাজারে পাওয়া যাচ্ছে টমি মিয়াস স্পেশাল ইফতার

প্রকাশের সময় : 06:47:18 am, Friday, 15 March 2024

আন্তর্জাতিক স্বনামধন্য শেফ টমি মিয়া এমবিই উদ্যোগে সিলেট নগরীর সুবিদবাজার ও উপশহর মাসালা বাজারে পাওয়া যাবে টমি মিয়াস স্পেশাল ইফতারী।

বুধবার (১৩ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে টমি মিয়া এমবিই বলেন, পবিত্র এই রমজান মাসে টমি মিয়া হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইনস্টিটিউট এর টমি মিয়াস স্পেশাল ইফতারী পাওয়া যাবে সুবিদবাজার ও উপশহর মাসালা বাজারে। গত মঙ্গলবার ১২ মার্চ থেকে এই ইফতারী কার্যক্রম চালু করা হয়। টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর এডমিন ম্যানেজার আব্দুুল্লাহ আল মাসুম ও মাসালা বাজার সিলেট এর ওপারেশন হেড জসিম উদ্দিনের তত্ত্বাবধানে ১২ আইটেমের ইফতারী পুরো মাসব্যাপি পাওয়া যাবে।

মাসব্যাপি টমি মিয়াস স্পেশাল ইফতারী উপলক্ষে টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সকল স্টাফ ও শেফদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

টমি মিয়াস স্পেশাল ইফতারীর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউরো গ্রুপ ইউকের সহযোগী প্রতিষ্ঠান মাসালা বাজারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম হোসেন এমবিই, ইউরোফুডস গ্রুপ বাংলাদেশ অপারেশনের ডিরেক্টর শেখ শফিউল আলম, ঢাকার বিজনেস ডেপলাপমেন্ট মো. সাইফুল ইসলাম, মাসালাবাজার সিলেট ডিভিশনের অপারেশন ম্যানেজার জসিম উদ্দিন, মাসালাবাজারের ম্যানেজার রাজিব কৈরী, মুহিবুল হক, রাজিব রয়, মৌলভীবাজারে এক্সিকিউটিভ ম্যানেজার সুমন মিয়া, সেফ দেলোয়ার, সেফ কাওছার প্রমুখ।

উল্লেখ্য, টমি মিয়া এমবিই তাঁর প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে এখন পর্যন্ত ২৫০০০ দক্ষ শেফ তৈরি করেছেন যারা এখন বিশ্বের বিভিন্ন দেশে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন।