Sylhet 3:15 am, Tuesday, 24 December 2024

মেলান্দহে ১১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে উপজেলার দুরমুঠ মাজারের মেলা হতে ১১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ কামাল (র) এর মায়ের মাজার হতে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (৪৫), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের মৃত ফজলুল মোল্লার ছেলে মো. রেজাউল করিম বাদশা (৫৭) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের মো. রহিম শেখের ছেলে মো. উজ্জ্বল শেখ (৪০)

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মেলান্দহ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুরমুঠ হযরত শাহ কামালের মায়ের মাজারের সামনে মাদক বেচাকেনা হচ্ছে। এ সংবাদে উপ পরিদর্শক মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ সদস্য সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা কর৷ পালানোর সময় পুলিশ সদস্যরা মাদক কারবারিদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে প্লাষ্টিকের বাজারের ব্যাগে আশরাফুল ইসলামের কাছে ৫ কেজি, রেউজাল করিমের কাছে ৩ কেজি,উজ্জ্বল মিয়ার কাছে ৩ কেজি গাঁজা উদ্ধার হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

About Author Information

Sylhet Journal

জনপ্রিয় সংবাদ

ছাতকে রেলওয়ের কংক্রিট স্লিপার প্লান্টে চলছে দুর্নীতির মহোৎসব

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

মেলান্দহে ১১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : 02:14:14 pm, Monday, 29 April 2024

জামালপুরের মেলান্দহে উপজেলার দুরমুঠ মাজারের মেলা হতে ১১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ কামাল (র) এর মায়ের মাজার হতে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (৪৫), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের মৃত ফজলুল মোল্লার ছেলে মো. রেজাউল করিম বাদশা (৫৭) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের মো. রহিম শেখের ছেলে মো. উজ্জ্বল শেখ (৪০)

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মেলান্দহ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুরমুঠ হযরত শাহ কামালের মায়ের মাজারের সামনে মাদক বেচাকেনা হচ্ছে। এ সংবাদে উপ পরিদর্শক মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ সদস্য সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা কর৷ পালানোর সময় পুলিশ সদস্যরা মাদক কারবারিদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে প্লাষ্টিকের বাজারের ব্যাগে আশরাফুল ইসলামের কাছে ৫ কেজি, রেউজাল করিমের কাছে ৩ কেজি,উজ্জ্বল মিয়ার কাছে ৩ কেজি গাঁজা উদ্ধার হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।