স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন ধরে মৌলবাদের বিরুদ্ধে লেখালেখি করেন যুক্তরাজ্য প্রবাসী দোয়ারাবাজার উপজেলার যুবক নিশিত সরকার মিঠু।
ইসলাম বিদ্বেষের অভিযোগে বিগত বছরগুলোতে বাংলাদেশে অসংখ্য সেক্যুলার এক্টিভিস্ট ও মুক্তমনা , ট্রান্সজেন্ডার অধিকার কর্মী মৌলবাদীদের হাতে হত্যার স্বীকার হন। এসকল হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোশাল মিডিয়ায় লেখালেখি করেন মিঠু।
সম্প্রতি হত্যাকাণ্ডের স্বীকার হওয়া অভিজিৎ রায় ও নাজিম উদ্দিন হত্যার বিচারের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার পর তার ওই পোস্ট মৌলবাদিরা তাদের বিভিন্ন গোপন গ্রুপে এবং পেইজে শেয়ার করে। তারা তাকে ইসলামবিদ্বেষি হিসাবে অভিযুক্ত করছে। ওই পোস্ট দেয়ার পর থেকে ফেসবুকের কমেন্ট বক্সে মিঠুকে হত্যার হুমকি দেয় তারা।
উল্যেখ্য, বিগত বছর থেকেই মৌলবাদিদের টার্গেটে পরিণত হয়েছেন নিশিত সরকার মিঠু। এর পর থেকেই তারা বিভিন্ন মাধ্যমে মিঠু ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল।
এ বিষয়ে নিশিত সরকার মিঠুর ছোটভাই নিলয় সরকার বলেন, আমার ভাই মিঠু গত কয়েক বছর ধরে মৌলবাদীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করে আসছিল। সম্প্রতি তার দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে যুক্তরাজ্যে বসবাসরত আমার ভাই মিঠু ও আমাদের পরিবারকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছে একটি মৌলবাদী গোষ্ঠী।