হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরের শাহজালাল মহাবিদ্যালয় এর ছাত্র ও বহিরাগতদের মধ্যকার বিরোধ সালিসি বৈঠকে নিষ্পত্তি হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয় এর শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে বিগত ২৯ শে আগষ্ট দুপুরে কলেজ ক্যাম্পাসে ও বেলা প্রায় দুই ঘটিকার সময় স্থানীয় কলকলিয়া বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে । এই ঘটনার বিরোধ নিরসনের লক্ষে ৩০ শে আগষ্ট বিকাল ৪ ঘটিকার সময় শিক্ষাঙ্গন প্রাঙ্গণে উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া সভাপতিত্বে সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং এই বিষয়টি আপোষ মীমাংসায় নিষ্পত্তি হয়েছে।
এই সালিসি বৈঠকে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, বিশিষ্ট সমাজ সেবক এম সাদিকুর রহমান নান্নু, বিশিষ্ট সমাজ সেবক কলকলিয়া বাজার এর ব্যবসায়ী মোঃ আব্দুস ছালাম, জহিরুল ইসলাম লেবু, লিলু মিয়া, শাহজালাল মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল মতিন, আলমগীর হোসেন ,রোকন মিয়া, লিটন, তেরাই মিয়া, আক্কল মিয়া ও মুক্তি মিয়া প্রমূখ।