ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ রাকিবুর রহমান রকিব,
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো.শের আলম মিয়া। আজ রোববার ২৩ জুন দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি কার্যালয়ে। সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে মত বিনিময় করেছেন।
এ সময় সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি
সাংবাদিকবৃন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো.জসিম উদ্দিন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো.নুরুল হুদা, সিনিয়র সহ- সভাপতি মো.আরিফুল ইসলাম সুমন, সহ-সভাপতি মো. রাকিবুর রহমান রকিব ,সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন,মো.অহিদুজ্জামান লস্কর অপু, সুদীপ দত্ত তনু, মো.হানিফ মিয়া, মো. বাদল মিয়া প্রমুখ । এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানকে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি একটি অফিসের জন্য প্রস্তাব রাখেন সিনিয়র সাংবাদিক মো. আরিফুল ইসলাম সুমন। চেয়ারম্যান মো. শের আলম মিয়া বলেন,ছাত্রলীগ থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে অনেক ত্যাগ তিথিক্ষার পরে মানুষের ভালোবাসায় আপনাদের ভোটের মাধ্যমে আমাকে মূল্যায়ন করেছেন উপজেলাবাসী।আজ আপনাদের যে ভালবাসা পেয়েছি আমি দায়িত্বে থাকা অবস্থায় সর্বপ্রথম কাজ হবে আপনাদের রিপোর্টার্স ইউনিটি
উন্নয়নে কাজ করা এবং যতদিন বেঁচে থাকবো সরাইল বাসীর কল্যানে কাজ করে যাবো ইনশাআল্লাহ । এ ব্যপারে আমি সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করি। আল্লাহ আমাকে যা দিয়েছেন আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, জেলা পরিষদের সদস্য মো.পায়েল আহমেদ মৃধা, সরাইল সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার সহ সকল উপজেলা কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সকলের সহযোগিতা কামনা করেন, নব নির্বাচিত চেয়ারম্যান মো. শের আলম মিয়া।