মধ্যনগর প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম শাহাবুদ্দিন ফারুকীর(রঙ্গু মিয়া)র ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি মধ্যনগর সদর ইউনিয়নের ফারুকনগর গ্রামের বাসিন্দা।শাহাবদ্দিন ফারুকী ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মধ্যনগর ইউনিয়ন পরিষদে সফলতার সহিত চেয়ারম্যান হিসেবে পালন করেছেন। ১৯৯৯ সালের ৬ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি মধ্যনগর উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম ফারুকী দৈনিক আজকের পত্রিকা (ধর্মপাশা,মধ্যনগর) উপজেলা প্রতিনিধি মো. আতিক ফারুকীর বাবা। আজ বাদ আসর নিজ বাড়িতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।