Sylhet 7:20 pm, Monday, 23 December 2024

সিটি অব লন্ডনের ডেপুটি মেয়রের সাথে বিসিএ নেতৃবৃন্দের বৈঠক

সিটি অব লন্ডনের ডেপুটি মেয়র হাওয়ার্ড ডাবেরের সাথে বৈঠক করে লন্ডন মেয়র সাদিক খান বরাবরে যুক্তরাজ্যের প্রায় ১২হাজার বাংলাদেশী রেস্টুরেন্ট ও টেকওয়ে ব্যবসায়ীদের কোভিড পরবর্তী ও বর্তমান নানান সম্যসাগুলো নিয়ে দশ পৃষ্টার একটি রিপোর্ট প্রদান করেন বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশনের শীর্ষ নেতৃবৃন্দরা।

বৈঠকে নেতৃবৃন্দরা বলেন, নিত্য পণ্যের বাড়তি মূল্য, উচ্চহারের ভ্যাট, স্টাফ সংকটসহ নানাবিদ সমস্যায় বাংলাদেশী রেস্টুরেন্ট সেক্টর পার করছে একটি কঠিন সময়। এরই বাস্তবতায় লন্ডনের ডেপুটি মেয়রের সঙ্গে বৈঠকে সহায়তা চাইলেন। বৈঠকে ডেপুটি মেয়র হাওয়ার্ড ডোবার নিজেকে ব্রিটিশ বাংলাদেশী কমিনিউটির বন্ধু হিসেবে উল্লেখ করে কারি শিল্পের সংকট নিরসনে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন।

সোমবার সন্ধায় লন্ডন সিটি হলের এই বৈঠকে বিসিএর শীর্ষজনদের মাঝে উপস্থিত ছিলেন বিসিএ সভাপতি ওলী খান এমবিই, সহ সভাপতি জামাল উদ্দিন মোকাদ্দুস, কাউন্সিলর ও সাবেক মেয়র পারভেজ আহমেদ, আবদুল খালিক চৌধুরী, হাফিজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শামসুল এ খান সাহীন, মোঃ সাইফুল শিপু, জাকারিয়া চৌধুরী সহ অনেকে। শামসুল এ খান সাহীন, মোঃ সাইফুল শিপু, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাকারিয়া চৌধুরী, গণসংযোগ সম্পাদক শাহ এমরান হোসেন, এনইসি সদস্য এম কে জামান জুয়েল, বজলুর রশিদ সেলিম, মুহিদুর রহমান, সালেহ আহমেদ প্রমূখ।

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছাতকে রেলওয়ের কংক্রিট স্লিপার প্লান্টে চলছে দুর্নীতির মহোৎসব

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

সিটি অব লন্ডনের ডেপুটি মেয়রের সাথে বিসিএ নেতৃবৃন্দের বৈঠক

প্রকাশের সময় : 06:30:19 am, Friday, 8 March 2024

সিটি অব লন্ডনের ডেপুটি মেয়র হাওয়ার্ড ডাবেরের সাথে বৈঠক করে লন্ডন মেয়র সাদিক খান বরাবরে যুক্তরাজ্যের প্রায় ১২হাজার বাংলাদেশী রেস্টুরেন্ট ও টেকওয়ে ব্যবসায়ীদের কোভিড পরবর্তী ও বর্তমান নানান সম্যসাগুলো নিয়ে দশ পৃষ্টার একটি রিপোর্ট প্রদান করেন বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশনের শীর্ষ নেতৃবৃন্দরা।

বৈঠকে নেতৃবৃন্দরা বলেন, নিত্য পণ্যের বাড়তি মূল্য, উচ্চহারের ভ্যাট, স্টাফ সংকটসহ নানাবিদ সমস্যায় বাংলাদেশী রেস্টুরেন্ট সেক্টর পার করছে একটি কঠিন সময়। এরই বাস্তবতায় লন্ডনের ডেপুটি মেয়রের সঙ্গে বৈঠকে সহায়তা চাইলেন। বৈঠকে ডেপুটি মেয়র হাওয়ার্ড ডোবার নিজেকে ব্রিটিশ বাংলাদেশী কমিনিউটির বন্ধু হিসেবে উল্লেখ করে কারি শিল্পের সংকট নিরসনে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন।

সোমবার সন্ধায় লন্ডন সিটি হলের এই বৈঠকে বিসিএর শীর্ষজনদের মাঝে উপস্থিত ছিলেন বিসিএ সভাপতি ওলী খান এমবিই, সহ সভাপতি জামাল উদ্দিন মোকাদ্দুস, কাউন্সিলর ও সাবেক মেয়র পারভেজ আহমেদ, আবদুল খালিক চৌধুরী, হাফিজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শামসুল এ খান সাহীন, মোঃ সাইফুল শিপু, জাকারিয়া চৌধুরী সহ অনেকে। শামসুল এ খান সাহীন, মোঃ সাইফুল শিপু, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাকারিয়া চৌধুরী, গণসংযোগ সম্পাদক শাহ এমরান হোসেন, এনইসি সদস্য এম কে জামান জুয়েল, বজলুর রশিদ সেলিম, মুহিদুর রহমান, সালেহ আহমেদ প্রমূখ।